
ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন হামজা চৌধুরী। আগামীকাল, মঙ্গলবার শিলংয়ে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচের আগে ভারতের স্প্যানিশ কোচ মানেলো মার্কোস বাংলাদেশ দলের নতুন সদস্য হামজাকে নিয়ে বিশেষ মন্তব্য করেছেন।
সোমবার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে ভারতের কোচ বলেন, "হামজার জাতীয় দলে খেলা শুধু বাংলাদেশের জন্য নয়, এশিয়ার ফুটবলের জন্যও গুরুত্বপূর্ণ একটি বিষয়।" হামজার দক্ষতা সম্পর্কে তিনি আরও বলেন, "সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছে, আর বর্তমানে তার দল চ্যাম্পিয়নশিপ লিগে খেলছে। তার সতীর্থরা তার সঙ্গে খেলতে অনুপ্রাণিত হবে।"
হামজা দলের জন্য কীভাবে প্রভাব ফেলবে, সে বিষয়ে অবশ্য কোচ কিছুটা অস্পষ্ট মন্তব্য করেন, তবে তার সামগ্রিক দক্ষতা ও অভিজ্ঞতাকে তিনি উঁচু মানের বলে প্রশংসা করেন।
এছাড়া, ভারতের কোচ সুনীল ছেত্রীকে দলে ফিরিয়ে আনার কারণ ব্যাখ্যা করে বলেন, "সুনীল ভারতীয় ফুটবলের কিংবদন্তি এবং সর্বোচ্চ গোলদাতা। আমরা গোল পাচ্ছিলাম না, তাই তাকে ফেরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।"
এদিকে, ভারতের কোচ ম্যাচের ফলাফল সম্পর্কে কিছু নিশ্চিত করতে চাননি, তবে জয়ের প্রতি দলের মনোভাব স্পষ্ট করে বললেন, "আমরা ম্যাচে জয় পেতে চেষ্টা করব, কিন্তু কী ঘটবে তা আগাম বলা কঠিন। এটি একটি ছোট পরিসরের টুর্নামেন্ট, সেরা দলটি বাছাইপর্ব পার করবে।"
এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শিলংয়ের পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বাংলাবার্তা/এমএইচ