
ছবি: সংগৃহীত
বিশাখাপত্তমে আইপিএলের রোমাঞ্চকর এক ম্যাচে মাত্র ১ উইকেট আর ৩ বল হাতে রেখে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। শেষ ওভারের নাটকীয়তায় আশুতোষ শর্মার দুর্দান্ত ইনিংসে ভর করে ২১০ রানের বিশাল লক্ষ্য ছুঁয়ে ফেলে দিল্লি।
শেষ মুহূর্তের উত্তেজনা
দিল্লির জয়ের জন্য শেষ ৯ বলে দরকার ছিল ১৮ রান, হাতে মাত্র একটি উইকেট। এক প্রান্তে টিকে ছিলেন আশুতোষ শর্মা, যিনি দলের শেষ ভরসা হয়ে দাঁড়ান। অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৩১ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় ৬৬ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ঐতিহাসিক জয় এনে দেন এই সুপার সাব।
শুরুতেই ধাক্কা, এরপর লড়াই
২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় দিল্লি ক্যাপিটালস। শার্দুল ঠাকুর জোড়া আঘাত হানেন, জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ (১) এবং অভিষেক পুরেল (০) দ্রুতই ফিরে যান। এরপর সামির রিজভিও (৪) আউট হলে মাত্র ৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
এরপর ফাফ ডু প্লেসি ও অক্ষর প্যাটেল চেষ্টা করেন দলকে টেনে তোলার। ১১ বলে ২২ রান করেন অক্ষর, ১৮ বলে ২৯ রান করেন ডু প্লেসি। কিন্তু ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে দিল্লি আবারও বিপদে পড়ে।
ত্রিস্তান স্টাবস ও আশুতোষ শর্মার জুটিতে দিল্লি কিছুটা সামলে ওঠে। তারা ৩৫ বলে ৪৮ রান যোগ করেন। স্টাবস ২২ বলে ৩৪ রান করে ফিরে গেলে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন আশুতোষ। পরে ভিপরাজ নিগমের ১৫ বলে ৩৯ রানের ইনিংসও দলকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায়। শেষ পর্যন্ত বাকি কাজটুকু সারেন আশুতোষ শর্মা।
লখনৌর ব্যাটিং দাপট
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়ান্টস ২০ ওভারে ৮ উইকেটে ২০৯ রানের বিশাল স্কোর গড়ে। দলকে উড়ন্ত সূচনা এনে দেন এইডেন মার্করাম ও মিচেল মার্শ। ২৮ বলে ৪৬ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। তবে মার্শ ১৩ বলে মাত্র ১৫ রান করেই আউট হয়ে যান। এরপর নিকোলাস পুরানের সাথে মিলে মারকাটারি ব্যাটিং করেন মার্করাম।
পুরান ও মার্করামের ৪২ বলে ৮৭ রানের বিধ্বংসী জুটিতে লখনৌ শক্ত ভিত পায়। ৩৬ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় ৭২ রান করেন মার্করাম। অন্যদিকে, পুরান ৩০ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা।
তবে লখনৌ ১৫ ওভারেই ১৭০ রান তুলে নিলেও শেষের দিকে রান তোলার গতি কিছুটা কমে যায়। অধিনায়ক রিশাভ পান্ত কোনো রান না করেই ফেরেন, আর শেষ দিকে ডেভিড মিলার ১৯ বলে ২৭ রান করে দলকে দুইশ পার করিয়ে দেন।
শেষ মুহূর্তের রোমাঞ্চ আর নাটকীয়তায় মোড়ানো ম্যাচটি দিল্লির অবিস্মরণীয় জয়ে পরিণত হয়। আশুতোষ শর্মার দুর্দান্ত পারফরম্যান্স এবং ভিপরাজ নিগমের ঝোড়ো ব্যাটিং দিল্লিকে এক রুদ্ধশ্বাস জয় এনে দেয়। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা রান তাড়ার ম্যাচ হিসেবে জায়গা করে নেবে এই ম্যাচ।
বাংলাবার্তা/এমএইচ