
ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল হার্ট অ্যাটাকের পর সংকট কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন। সোমবার বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের তাৎক্ষণিক প্রচেষ্টায় তার জীবনরক্ষা সম্ভব হয়েছে।
ক্রিটিক্যাল পিরিয়ড পেরিয়ে গেছেন তামিম
সাভারের ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তামিমের অবস্থা এখন স্থিতিশীল। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান বলেন, ‘একটা ক্রিটিক্যাল পিরিয়ডে তিনি ছিলেন। এখন সেটি পেরিয়ে এসেছেন। উনি সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন এবং সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছেন। শিগগিরই আমরা তাকে ছেড়ে দিতে পারব, তবে সেটি তার পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’
জরুরি চিকিৎসায় জীবনরক্ষা
সোমবার টসের পরই তামিমের বুকে তীব্র ব্যথা শুরু হয়। প্রথমে তাকে হাসপাতালে নেওয়া হলেও পরবর্তী অবস্থার অবনতি হলে হেলিকপ্টারে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থা আরও গুরুতর হয়ে পড়লে পুনরায় কেপিজে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাকে সিপিআর দেওয়া হয়। এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়লে জরুরি ভিত্তিতে স্টেন্ট বসানো হয়।
উদ্বেগের মধ্যে কেটেছে সময়
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে তামিমের শারীরিক অবস্থা নিয়ে। তার পরিবারের সদস্য, সতীর্থ, ক্রিকেট ভক্ত ও চিকিৎসকদের তাৎক্ষণিক সিদ্ধান্তের ফলে বড় ধরনের বিপদ থেকে তিনি রক্ষা পান। রাত থেকেই তার অবস্থার উন্নতি দেখা যায়। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, খাবার গ্রহণ করেন এবং ধীরে ধীরে হাঁটাচলা শুরু করেন।
আগামী তিন মাস পর্যবেক্ষণে থাকবেন
হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, তামিমকে অন্তত তিন মাস নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও সহসাই মাঠে ফেরা সম্ভব হবে না। ক্রিকেট সংক্রান্ত কার্যক্রমে ফেরার আগে তাকে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
তামিমের সুস্থতার জন্য প্রার্থনা
বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে তামিমের দ্রুত আরোগ্য কামনায় মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সতীর্থ, ভক্ত ও দেশের ক্রীড়াপ্রেমীরা তামিমের দ্রুত সুস্থতা কামনা করছেন।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবালের দ্রুত সুস্থ হয়ে ফিরে আসাই এখন সবার প্রত্যাশা। চিকিৎসক ও পরিবারের সঠিক সিদ্ধান্তের ফলে তিনি ভয়াবহ পরিস্থিতি থেকে ফিরে আসতে পেরেছেন। আগামী দিনগুলোতে তার সুস্থতার দিকে নজর রাখা হবে এবং ক্রিকেটপ্রেমীরা তার ফিরে আসার অপেক্ষায় থাকবেন।
বাংলাবার্তা/এমএইচ