
ছবি: সংগৃহীত
বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী মনুমেন্তাল স্টেডিয়ামে বুধবার (২৬ মার্চ) ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে ম্যাচে আধিপত্য দেখিয়ে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা ব্রাজিলের জালে এক হালি গোল দিয়ে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে প্রতিপক্ষকে।
প্রথমার্ধ থেকেই দাপট দেখায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুরুতেই আক্রমণের ঝড় তোলে তারা। ম্যাচের ১২তম মিনিটেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজ দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন। এরপর ২৪তম মিনিটে এনজো ফার্নান্দেজ স্কোরলাইন ২-০ করেন।
ব্রাজিল কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করে এবং ৩০তম মিনিটে ম্যাথিয়াস কুনহার গোলে ব্যবধান কমায়। তবে আর্জেন্টিনা প্রথমার্ধের শেষ দিকেই আবারও গোল আদায় করে নেয়। ৪১তম মিনিটে ম্যাক অ্যালিস্টার গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতির পর ব্রাজিল কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল অত্যন্ত দৃঢ়। ম্যাচের ৭১তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা জিওভানি সিমিওনে দলের চতুর্থ গোল করেন। এর পরেও আর্জেন্টিনা বেশ কয়েকটি আক্রমণ শানায়, তবে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বাকী সময়গুলোতে দলকে আরও বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন।
ব্রাজিলের বিপক্ষে নামার আগেই ২০২৬ বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। বলিভিয়া ও উরুগুয়ের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় কনমেবল অঞ্চলে শীর্ষে থেকেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে স্ক্যালোনির দল।
এই জয়ের ফলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আরও মজবুত করল আর্জেন্টিনা, আর ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল।
গত কয়েক বছর ধরেই আর্জেন্টিনা দুর্দান্ত ফর্মে রয়েছে। কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের পর এবার বিশ্বকাপ বাছাইয়েও তারা দারুণ ছন্দে রয়েছে। অন্যদিকে ব্রাজিল নিজেদের ছন্দ খুঁজে পেতে সংগ্রাম করছে। কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়দের পারফরম্যান্স, সব জায়গাতেই খারাপ সময় কাটাচ্ছে সেলেসাওরা।
এ হারে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ভবিষ্যৎ আরও কঠিন হয়ে গেল। অন্যদিকে মেসিবিহীন আর্জেন্টিনার এই দাপুটে জয় বিশ্বকাপের জন্য তাদের শক্তিমত্তারই ইঙ্গিত দিচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ