
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচটা বেশ স্মরণীয় হয়ে থাকল ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরীর জন্য। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করলেও জয় পায়নি বাংলাদেশ। একের পর এক সুযোগ হাতছাড়া করে লাল-সবুজরা গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে। ম্যাচ শেষে হতাশা লুকাতে পারেননি হামজা। তার মতে, জয় প্রাপ্য ছিল দলের।
মঙ্গলবার (২৬ মার্চ) ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপের ম্যাচে ভারতকে কাঁপিয়ে দিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও ফিনিশিংয়ের অভাবে গোল আদায় করতে ব্যর্থ হয় হাভিয়ের কাবরেরার দল। বিশেষ করে প্রথমার্ধের ২০ মিনিটের মধ্যে চারটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন মজিবুর রহমান জনি, শাহরিয়ার ইমন ও মোহাম্মদ হৃদয়।
প্রথমবার দেশের জার্সিতে খেলতে নেমে মাঠে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন হামজা চৌধুরী। প্রতিপক্ষের আক্রমণ ভেস্তে দেওয়ার পাশাপাশি আক্রমণেও বল সরবরাহ করেছেন এই মিডফিল্ডার। ভারতের অন্যতম তারকা ফরোয়ার্ড সুনীল ছেত্রীকে পুরো ম্যাচজুড়ে কঠোর নজরদারিতে রাখেন তিনি। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে হামজা বলেন, ‘আমরা আজ জিততে পারতাম। কিন্তু ফুটবলে এমন দিন আসেই। আমি আমার অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি এবং দারুণ লেগেছে।’
হামজা চৌধুরী গত বছর ফিফার অনুমোদন পাওয়ার পর এবারই প্রথম জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পান। তার মতে, ‘আমি গর্বিত। গত পাঁচদিন দলের সঙ্গে দারুণ সময় কেটেছে। আরও ভালো করতে চাই।’
যদিও জয় না পাওয়ায় আক্ষেপ থেকেই গেছে, তবে এই পারফরম্যান্স দলকে আত্মবিশ্বাসী করে তুলবে সামনের ম্যাচগুলোর জন্য। এখন বাংলাদেশ দল চাইবে গোল করার দক্ষতা বাড়িয়ে নিজেদের শক্তিমত্তা আরও মজবুত করতে।
বাংলাবার্তা/এমএইচ