
ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আপাতত শঙ্কামুক্ত রয়েছেন। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তামিম বর্তমানে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
সোমবার গুরুতর হার্ট অ্যাটাকের শিকার হওয়ার পর তামিম ইকবালকে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর তাকে দেখতে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান, প্রয়োজনে তামিমকে আরও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হতে পারে।
বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলা তামিমের চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। তিনি বলেন, ‘থাইল্যান্ডের জন্য ভিসার আবেদন করা হয়েছে। আমি নিজেও তার সঙ্গে যাব। তবে চিকিৎসকদের অনুমতি পেলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
তামিমের হার্ট অ্যাটাকের পেছনে পানিশূন্যতা (ডিহাইড্রেশন) বড় কারণ হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। মিজানুর রহমান বলেন, ‘তামিম প্রচণ্ড ডিহাইড্রেশনে ভুগছিলেন। তিনি হয়তো যথেষ্ট পানি পান করেননি, ঘুমও ঠিকমতো হয়নি। এই গরমের মধ্যে রোজা রেখে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলা তার জন্য কঠিন হয়ে পড়েছিল।’
গুরুতর হার্ট অ্যাটাকের পর এখনই খেলার মাঠে ফেরার সম্ভাবনা নেই তামিম ইকবালের। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে তিন মাস সময় লাগবে। পরবর্তীতে তার শারীরিক অবস্থার ভিত্তিতে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তামিম ইকবালের সুস্থতার জন্য তার ভক্ত-সমর্থকরা দোয়া করছেন এবং আশা করছেন তিনি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন।
বাংলাবার্তা/এমএইচ