
ছবি: সংগৃহীত
ব্রাজিলকে বিধ্বস্ত করে উচ্ছ্বাসে ভাসছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের অন্যতম তারকা মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ এই জয়ে বাংলাদেশের ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি সতর্কবার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়াকে।
বাংলাদেশ সময় বুধবার সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের মাঠে ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। বুয়েন্স এইরেসে দুর্দান্ত পারফরম্যান্সে ৪-১ গোলে সেলেসাওদের হারায় লিওনেল স্কালোনির দল। যদিও চোটের কারণে খেলতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি, পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজের মতো তারকারা। তবুও মাঠে কোনো প্রভাব পড়েনি, উল্টো চেলসির মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ ছিলেন দুর্দান্ত ফর্মে। ম্যাচের দ্বাদশ মিনিটে গোল করেন তিনি, আর ৩৭তম মিনিটে সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তারের গোলেও অবদান রাখেন।
ম্যাচের আগে রাফিনিয়া বলেছিলেন, ‘আমরা আর্জেন্টিনাকে হারিয়ে দেব... অবশ্যই হারাব! মাঠে এবং প্রয়োজনে মাঠের বাইরেও।’ তবে মাঠের খেলায় ব্রাজিলের অসহায় আত্মসমর্পণই দেখা গেছে।
ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে এঞ্জো লিখেছেন, ‘পরেরবার বিনয়ী থেকো, রাফিনিয়া।’ এরপর আরেকটি পোস্টে দলীয় উদযাপনের ছবি দিয়ে ঠোঁটে আঙুল রেখে চুপ করিয়ে দেওয়ার ইমোজি ব্যবহার করেন তিনি, যা রাফিনিয়ার মন্তব্যেরই জবাব বলে মনে করা হচ্ছে।
পরবর্তী পোস্টে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এঞ্জো ফার্নান্দেজ। আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা পাশাপাশি রেখে তিনি লেখেন, ‘এমন অবিশ্বাস্য সমর্থন ও বার্তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।’
এঞ্জো আগেও বাংলাদেশের প্রতি সমর্থন দেখিয়েছেন। গত বছর ছাত্র আন্দোলনের সময় তিনি সহমর্মিতা জানিয়ে লিখেছিলেন, ‘বাংলাদেশে থাকা আমার সব ভক্তকে বলছি, আমি আপনাদের কথা শুনছি, আপনাদের জন্য প্রার্থনা করছি।’
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ১৪ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের পয়েন্ট ২৩। ২১ পয়েন্ট করে নিয়ে উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে রয়েছে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে। কলম্বিয়া ২০ পয়েন্ট নিয়ে রয়েছে ছয়ে।
বাংলাবার্তা/এমএইচ