
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল এক ভয়ংকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালীন তিনি হার্ট অ্যাটাকের শিকার হন, যা পুরো ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নামিয়ে আনে।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তামিম
গত ২৪ মার্চ (সোমবার) ম্যাচ শুরুর আগে মাত্র অল্প সময়ের ব্যবধানে দু’বার হৃদরোগে আক্রান্ত হন তামিম ইকবাল। দ্রুত তাকে সাভারের কেপিজে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তার হার্টে রিং পরানোর সিদ্ধান্ত নেন। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, প্রথমে অনেকেই ধরে নিয়েছিলেন তিনি হয়তো আর নেই!
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক আকরাম খান, যিনি তামিমের চাচাও, প্রথমে যে খবর পেয়েছিলেন তা ছিল একেবারেই হৃদয়বিদারক। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমাকে বলা হয়েছিল তামিম আর নেই। এটা শুনে আমি যেন স্থবির হয়ে গিয়েছিলাম। ভাবতেই পারছিলাম না, এত অল্প বয়সে, এত ফিট থাকা একজন ক্রিকেটার এমন কিছুতে আক্রান্ত হতে পারে! আমি প্রায় দেড় ঘণ্টা বাড়িতেই ছিলাম, কিছুই বুঝতে পারছিলাম না। পরে ডাক্তারদের কাছ থেকে কনফার্ম হওয়া গেল যে, তারা রিং লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। তখন একটু আশার আলো দেখলাম।"
ক্রিকেটার থেকে রোগী—অপ্রত্যাশিত ধাক্কা
মাত্র কয়েকদিন আগেও তামিম মাঠে দুর্দান্ত ফর্মে ছিলেন। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, স্বাভাবিক জীবনযাপন করছিলেন। এমন অবস্থায় তার হার্ট অ্যাটাকের ঘটনা পুরো ক্রিকেট দুনিয়ায় আলোড়ন তোলে। আকরাম খানও বিস্মিত,
"একজন সুস্থ মানুষ, যিনি নিয়মিত অনুশীলন করেন, মাত্র ১০ দিন আগেও দুটি শতক হাঁকিয়েছেন—তিনি হঠাৎ করে এমন সমস্যায় পড়বেন, এটা অকল্পনীয়!"
পরবর্তী চিকিৎসা ও বিদেশে পাঠানোর পরিকল্পনা
প্রাথমিক চিকিৎসার পর তামিমকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তবে তার পরিবার কোনো ঝুঁকি নিতে চাইছে না। আকরাম খান জানিয়েছেন, "তামিম এখন পর্যবেক্ষণে আছে। আরও দুই-তিন দিন পরিস্থিতি স্বাভাবিক থাকলে আমরা তাকে বাসায় নিয়ে আসব। কিন্তু আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, যত দ্রুত সম্ভব তাকে বিদেশে নিয়ে যাব। চাই না কোনো রকম দুশ্চিন্তা থাকুক।"
তামিমের সুস্থতা নিয়ে ভক্তদের প্রার্থনা
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ওপেনারের এমন অবস্থায় ভক্তরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সুস্থতা কামনায় ভক্তদের নানা পোস্ট ও শুভকামনার বার্তা ভেসে বেড়াচ্ছে।
তামিম ইকবাল বরাবরই লড়াই করা একজন ক্রিকেটার। মাঠের লড়াই থেকে এবার জীবনের লড়াই। ক্রিকেটপ্রেমীরা এখন প্রার্থনা করছেন, যেন তিনি আবারও ব্যাট হাতে মাঠে ফিরতে পারেন, তামিমের ব্যাট যেন আরও একবার বীরের মতো কথা বলে!
বাংলাবার্তা/এমএইচ