
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত অভিষেকের পর ইংল্যান্ডে ফিরে গেছেন হামজা চৌধুরী। তবে যাওয়ার আগে রেখে গেছেন অনুপ্রেরণার ছাপ এবং ভবিষ্যতের আশার বাণী। ইংলিশ প্রিমিয়ার লিগের এই মিডফিল্ডার আশ্বাস দিয়েছেন, তিনি আবারও ফিরবেন জুনে, বাংলাদেশের জার্সিতে আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে।
বিদায়ের আগে শেষ বার্তা
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছেড়েছেন হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে যোগ দিতে ম্যানচেস্টারে রওনা হওয়ার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) একটি ভিডিওবার্তা দিয়েছেন তিনি।
ভিডিওবার্তায় হামজা বলেন, “সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ। এই অভিজ্ঞতা আমার জীবনে বিশেষ কিছু হয়ে থাকবে। ইনশাআল্লাহ, জুনে আমি আবারও আসব। আমার শারীরিক সুস্থতার জন্য এবং সন্তানের জন্য দোয়া করবেন। সামনে দুটি বড় ম্যাচ রয়েছে, সেই সময় দেখা হবে।”
বাংলাদেশে স্মরণীয় সময়
বাংলাদেশ জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন হামজা চৌধুরী। তার আগমনে দল যেন নতুন উদ্দীপনা পেয়েছে। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করা ম্যাচেও তিনি ছিলেন অন্যতম আকর্ষণ। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দিয়ে, মাঝমাঠ নিয়ন্ত্রণ করে এবং অভিজ্ঞতার ছাপ রেখে তিনি বুঝিয়ে দিয়েছেন, কেন তাকে নিয়ে এত আশাবাদী ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
ফিরবেন জুনে, সামনে বড় চ্যালেঞ্জ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী ম্যাচ ১০ জুন, প্রতিপক্ষ সিঙ্গাপুর। বাফুফে চায় ম্যাচটি ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে, যদিও স্টেডিয়ামের সংস্কারকাজ এখনো শেষ হয়নি। এরপর ১৮ অক্টোবর ঢাকায় ভারতের বিপক্ষে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।
এই দুই ম্যাচের জন্যই হামজার ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন। তার মতো একজন বিশ্বমানের ফুটবলারের উপস্থিতি দলকে অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশ ফুটবলের উন্নতির পথে বড় ভূমিকা রাখবে, এমনটাই আশা করছেন ভক্তরা।
এখন অপেক্ষা শুধু জুনের, যখন আবারও লাল-সবুজের জার্সিতে মাঠে নামবেন হামজা চৌধুরী!
ভিডিও দেখতে এই ক্লিক করুন: https://www.facebook.com/watch/?v=1171348128112548
বাংলাবার্তা/এমএইচ