
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা তামিম ইকবাল সম্প্রতি এক ভয়াবহ বিপদ কাটিয়ে ফিরেছেন নতুন জীবনে। হৃদরোগজনিত জটিলতায় ২৪ মার্চ তার জীবনসংকটের মুহূর্ত পার করতে হয়। সিপিআর না পেলে হয়তো তার জীবনটাই থমকে যেত। এখন তিনি অনেকটাই সুস্থ, তবে সামনে রয়েছে কঠিন এক পথ।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তামিম
হার্ট অ্যাটাকের পর তামিমের হার্টে স্টেন্ট বসানো হয়েছে। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছেন, তার নিয়মিত পর্যবেক্ষণ ও লাইফস্টাইল পরিবর্তন জরুরি।
মেডিক্যাল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবউদ্দিন তালুকদার বলেন, ‘এ ধরনের হার্ট অ্যাটাকের পর রোগীদের খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হয়। ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হতে পারে, এমন সম্ভাবনাও থাকে।’
ক্রিকেটে ফেরা কি সম্ভব?
তামিম ইকবাল ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেটে খেলার ইচ্ছা ছিল তার। কিন্তু চিকিৎসকরা বলছেন, তাকে দীর্ঘ সময় পর্যবেক্ষণে রাখা হবে। তিন থেকে চার মাস পর তার কার্ডিয়াক টিম ও ফিজিওরা পর্যালোচনা করবেন যে, তিনি আবার মাঠে ফিরতে পারবেন কি না।
শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিকভাবে প্রস্তুত থাকাও তামিমের জন্য গুরুত্বপূর্ণ। তাকে কড়া নিয়ম মেনে জীবনযাপন করতে হবে, নিয়মিত ফলোআপে থাকতে হবে এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে।
ভবিষ্যৎ কী বলে?
তামিমের পরিবার ও ভক্তরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। এখনো নিশ্চিত নয়, তিনি আর ব্যাট হাতে মাঠে নামতে পারবেন কি না। তবে তার ইচ্ছাশক্তি ও চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে ভবিষ্যতের পথচলা।
বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় আছেন—তামিম কি আবারও ব্যাট হাতে মাঠে নামবেন, নাকি এখানেই তার ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি টানতে হবে?
বাংলাবার্তা/এমএইচ