
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার বিপক্ষে বিশাল পরাজয়ের পর ব্রাজিল ফুটবল দলের কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল ৪-১ ব্যবধানে পরাজিত হয়, যা দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বড় প্রশ্ন তুলে দেয়।
শুক্রবার রাতে আনুষ্ঠানিক এক বিবৃতিতে দরিভালের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে সিবিএফ। ২০২৩ সালের জানুয়ারিতে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়া দরিভাল ১৬টি ম্যাচের মধ্যে সাতটি জিতেছেন, সাতটিতে ড্র করেছেন এবং দুটি হেরেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের দুর্বল পারফরম্যান্স তার বিদায়ের পথ সুগম করেছে।
সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, "ব্রাজিলিয়ান জাতীয় দলের কোচ হিসেবে দরিভাল জুনিয়রের দায়িত্ব শেষ হয়েছে। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।"
২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরাজয়ের পর তিতে দায়িত্ব ছেড়ে দিলে ব্রাজিল একাধিক কোচ পরিবর্তন করে। রামোন মেনেজেস ও ফার্নান্দো দিনিজ স্বল্প মেয়াদে দায়িত্ব পালন করলেও স্থায়ীভাবে দায়িত্ব পান দরিভাল। তবে তিনি মাত্র ১৫ মাস টিকতে পারলেন।
নতুন কোচ হিসেবে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির নাম সবচেয়ে বেশি আলোচনায় থাকলেও তার রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকায় তা বাস্তবায়ন সহজ হবে না। এছাড়া পর্তুগিজ কোচ জর্জে জেসুস ও ব্রাজিলিয়ান কোচ ফিলিপে লুইসকেও সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ব্রাজিল বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১৪ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। নতুন কোচের অধীনে দলটি কীভাবে ঘুরে দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়।
বাংলাবার্তা/এমএইচ