
ছবি: সংগৃহীত
ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দানি আলভেজ শেষ পর্যন্ত ধর্ষণ মামলায় মুক্তি পেয়েছেন। স্পেনের কাতালুনিয়া অঞ্চলের হাইকোর্টে আপিল করে এই রায় পান তিনি। শুক্রবার (২৮ মার্চ) আদালত আলভেজের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে তাকে খালাস দেন।
২০২২ সালে বার্সেলোনার একটি নাইট ক্লাবে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন দানি আলভেজ। আদালতের রায়ে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তাকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে ভুক্তভোগীকে দেড় লাখ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেন বিচারক।
তবে শুরু থেকেই অভিযোগকে ‘বানোয়াট’ বলে দাবি করে আসছিলেন আলভেজ। শাস্তির বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন এবং পরের মাসেই জামিনে মুক্তি পান।
হাইকোর্টের বিচারকরা রায়ে উল্লেখ করেন, আলভেজের বিরুদ্ধে আনা অভিযোগের ‘বিশ্বাসযোগ্যতা ঘাটতি রয়েছে’ এবং ভুক্তভোগীর বিবরণ বাস্তবতার সঙ্গে মিলছে না। এই অসঙ্গতির কারণেই আলভেজকে খালাস দেওয়া হয়েছে বলে আদালত জানিয়েছে।
আদালতের রায়ে আলভেজের বিরুদ্ধে থাকা সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন তিনি চাইলে স্পেন ছেড়ে যেতে পারবেন। তবে ভুক্তভোগী চাইলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন। সেই ক্ষেত্রে মামলার কার্যক্রম চলাকালীন আবারও আলভেজকে স্পেনে ফিরে আসতে হতে পারে।
ধর্ষণ মামলায় অভিযুক্ত হওয়ার পর আলভেজের জীবন পুরোপুরি বদলে যায়। স্ত্রী তাকে ছেড়ে যান, ক্লাবও চুক্তি বাতিল করে দেয়। তবে শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে জয়ী হয়ে মুক্তি পেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এখন দেখার বিষয়, তিনি আবারও ফুটবলে ফিরতে পারেন কি না।
বাংলাবার্তা/এমএইচ