
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ক্রিকেটভক্তদের জন্য এলো চমৎকার এক খবর। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর অস্ট্রেলিয়া সফরের সুযোগ পাচ্ছে টাইগাররা। ২০০৮ সালের পর এই প্রথমবারের মতো অজিদের মাটিতে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
২০২৭ নয়, এক বছর আগেই সফরে টাইগাররা
আগে নির্ধারিত ছিল যে, ২০২৭ সালে বাংলাদেশ অস্ট্রেলিয়া সফর করবে। কিন্তু অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচির কারণে সিরিজটি এগিয়ে এনে ২০২৬ সালে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এর কারণ, ২০২৭ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এক বিশেষ টেস্ট ম্যাচ আয়োজন করবে, যা টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে।
১৭ বছর পর আবারও ক্রিকেট ফিরছে ডারউইনে
এই দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির ডারউইনে। ২০০৮ সালে এখানেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ হয়েছিল, যা ছিল টাইগারদের শেষ সফর। এরপর দীর্ঘ ১৭ বছর এখানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের মাধ্যমে আবারও ডারউইনে আন্তর্জাতিক ম্যাচ ফিরতে যাচ্ছে।
সফরের ফরম্যাট এখনো অনিশ্চিত
সফরে কতটি ম্যাচ হবে এবং কোন কোন ফরম্যাটে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, তা এখনো নির্ধারিত হয়নি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, এই সিরিজের মধ্য দিয়েই নতুন অস্ট্রেলিয়ান গ্রীষ্ম মৌসুম শুরু হবে, যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচও থাকবে।
দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ দল আবারও অস্ট্রেলিয়ার মাটিতে নামতে যাচ্ছে, যা নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য বড় এক প্রাপ্তি।
বাংলাবার্তা/এমএইচ