
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্রীড়াবিদরা যখন শুভেচ্ছা ও উৎসবে ব্যস্ত, তখন মানবিক বার্তা দিয়েছেন দুই মুসলিম তারকা—বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা। ঈদের দিনে তারা নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন, কিন্তু তাদের বার্তায় একটি জায়গায় মিল—ফিলিস্তিনের জন্য সহমর্মিতা।
উসমান খাজা তার পরিবারসহ একটি ছবি শেয়ার করে লিখেছেন, "আমি যা কিছু পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। আমরা সবচেয়ে সুন্দর ও নিরাপদ দেশে বাস করছি।" তবে তিনি আরও বলেন, "যারা এতটা সৌভাগ্যবান নন, তাদের জন্য আমার চিন্তা ও প্রার্থনা রইল।" যা স্পষ্টতই সংঘাতপূর্ণ এলাকার মানুষের প্রতি তার সহানুভূতির প্রকাশ।
অন্যদিকে, হামজা চৌধুরী কোনো দীর্ঘ বার্তা লেখেননি। তিনি শুধু একটি জোব্বা পরিহিত ছবি ও নিজের হাতে থাকা ব্রেসলেটের ছবি শেয়ার করেছেন, যেখানে ফুটে উঠেছে ফিলিস্তিনের মানচিত্র আকৃতির ছোট্ট পতাকা।
এই দুই তারকার এমন বার্তায় বোঝা যায়, ঈদের উৎসবের মধ্যেও তারা ফিলিস্তিনিদের দুঃখ-দুর্দশা ভুলে যাননি। তাদের পোস্ট দেখে অনেকেই প্রশংসা করেছেন এবং ফিলিস্তিনের জন্য আরও সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন।
বাংলাবার্তা/এমএইচ