
ছবি: সংগৃহীত
পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম ঈদুল ফিতরে পাঞ্জাবি পরে ভক্তদের শুভেচ্ছা জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন। ঈদের দিন এক্স (সাবেক টুইটার)-এ ছবি শেয়ার করার পর তার পোশাকের ডিজাইন নিয়ে হাস্যরস শুরু হয়।
সাধারণত ঈদে ঐতিহ্যবাহী পোশাক পরার চল থাকলেও বাবরের পাঞ্জাবির ডিজাইন ছিল কিছুটা ব্যতিক্রমী। তার এই পোশাককে অনেকেই মেয়েদের সালোয়ার কামিজের সঙ্গে তুলনা করেছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, "দুপাট্টা কোথায়?" আরেকজন লিখেছেন, "এটা কি পাঞ্জাবি না সালোয়ার কামিজ?"
এছাড়াও, তার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও কটাক্ষ করছেন অনেকে। কেউ কেউ বলেছেন, "ব্যাটিং ভালো না, ইংরেজি ভালো না, এখন আবার ড্রেসিং সেন্সও..." অন্যদিকে, অনেকে বাবরকে নতুন ডিজাইনার রাখার পরামর্শও দিয়েছেন।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর বাবর আজম সমালোচনার মুখে পড়েছিলেন এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলেননি। তবে ওয়ানডে সিরিজে ফিরে প্রথম ম্যাচেই ৭৮ রানের ইনিংস খেলেন, যদিও দল জয় পায়নি।
বাংলাবার্তা/এমএইচ