
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দলের জন্য নতুন সম্ভাবনা উন্মোচিত হচ্ছে সুলিভান ব্রাদার্সের মাধ্যমে। রোনান এবং ডেকলান সুলিভান, যারা বর্তমানে ফিলাডেলফিয়া একাডেমিতে খেলছেন, তাদের বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহের খবর এসেছে। বাফুফে ইতোমধ্যে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে, এবং সেই সম্পর্কের প্রথম ফলস্বরূপ রোনান সুলিভান বাংলাদেশের জার্সি পরেছেন এবং সোশ্যাল মিডিয়াতে সেই ছবি পোস্ট করেছেন।
বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, সুলিভান ভাইদের নিয়ে আলোচনা চলছে এবং তারা বাংলাদেশ দলের হয়ে খেলতে আগ্রহী। তবে, কাভান ও কুইন সুলিভানকে নিয়ে বাফুফে এখন চিন্তা করছে না, কারণ তারা বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনা রাখে। তবে, রোনান এবং ডেকলান বাংলাদেশে খেলার জন্য প্রস্তুত, যা ফুটবল দুনিয়ায় বাংলাদেশের জন্য একটি নতুন যুগের সূচনা হতে পারে।
বাংলাবার্তা/এমএইচ