
ছবি: সংগৃহীত
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনায় পুরো দেশ কেঁপে উঠেছিল। ২৪ মার্চ বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে বুকে ব্যথা অনুভব করায় দ্রুত হাসপাতালে নেওয়া হয় তামিমকে। চিকিৎসকরা জানান, তিনি ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’-এর শিকার হয়েছিলেন। হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে জরুরি ভিত্তিতে রিং পরানো হয় তাঁর শরীরে।
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তাঁর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি ঘটে। বর্তমানে তামিম চিকিৎসকদের পরামর্শে বাড়িতে বিশ্রামে রয়েছেন। যদিও বিপদমুক্ত বলা হলেও, পুরোপুরি সুস্থ নন এখনো। তাঁর অবস্থা নিয়ে নিয়মিত আপডেট রাখছেন বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।
ডা. দেবাশীষ বলেন, “তামিম এখন স্টেবল, তবে পুরোপুরি বিশ্রামে আছেন। ফিজিক্যালি চলাফেরা করতে পারছেন ঠিকই, কিন্তু কার্ডিওভাসকুলার সাপোর্ট ও পর্যবেক্ষণ এখনো চালু আছে। যতটা ভালো তিনি ছিলেন খেলোয়াড় জীবনে, এই মুহূর্তে তার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা জরুরি।”
তামিমের পরিবারও চিকিৎসা নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ। বিসিবির পরিচালক ও তাঁর চাচা আকরাম খান জানান, ঈদের পর তাঁকে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার চিন্তাভাবনা চলছে। সুনির্দিষ্ট সময় এখনও চূড়ান্ত হয়নি।
বাংলাবার্তা/এমএইচ