
ছবি: সংগৃহীত
নারী ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ারে অংশ নিতে পাকিস্তানে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, যেখানে তারা মুখোমুখি হবে ছয় দলের একটি প্রতিযোগিতায়। দলের প্রধান কোচ সরোয়ার ইমরান জানিয়েছেন, টাইগ্রেসদের লক্ষ্য পাঁচটির পাঁচটিই ম্যাচ জিতে মূলপর্বে জায়গা করে নেওয়া।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাংলাদেশ দল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়। কোচ বলেন, "আমরা এক ম্যাচ এক ম্যাচ করে এগোতে চাই, তবে লক্ষ্য একটাই—সব ম্যাচে জিতে কোয়ালিফাই করা।"
প্রতিযোগিতায় প্রতিপক্ষ হিসেবে আছে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তান, যাদের বিপক্ষে ম্যাচগুলো হবে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার। তবে বাংলাদেশ ইতোমধ্যেই ঈদের আগেই একাধিক প্রস্তুতি ক্যাম্প শেষ করেছে, যেখানে পাওয়ারপ্লে, মিডল ও ডেথ ওভারের ব্যাটিং কৌশল নিয়ে বিশেষভাবে কাজ করা হয়েছে।
কোচ ইমরান বলেন, “পাকিস্তানের উইকেট ব্যাটিং সহায়ক হবে ধরে নিয়ে প্রস্তুতি নিয়েছি। আমাদের ব্যাটারদের লক্ষ্য হবে ২৫০ রানের বেশি স্কোর গড়া।” তিনি আরও যোগ করেন, “স্পিনারদের জন্যও বেশি সুবিধা থাকবে না, তাই নির্ভুল লাইন-লেন্থ ও পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে হবে।”
টাইগ্রেসদের প্রথম ম্যাচ ১০ এপ্রিল, থাইল্যান্ডের বিপক্ষে লাহোরে অনুষ্ঠিত হবে।
বাংলাবার্তা/এমএইচ