
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তামিম সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা নিতে যাচ্ছেন।
হার্ট অ্যাটাকের পর প্রথমে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেওয়া হয় তামিমের, যেখানে তার হার্টে রিং পরানো হয়। এরপর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিছুদিন সেখানে থাকার পর ঈদের আগেই বাসায় ফিরেছিলেন তামিম।
শুরুতে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল, তবে পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে গন্তব্য পরিবর্তন করে সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তামিমের সিঙ্গাপুরের ভিসা এবং বিমানের টিকিট ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। আগামী ৭ এপ্রিল সিঙ্গাপুরে একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবেন তামিম, এবং সেখানে সম্পূর্ণ স্বাস্থ্যপরীক্ষাও করাবেন।
এ বিষয়ে তামিমের চিকিৎসার জন্য দায়িত্বে থাকা ঢাকা বেসরকারি হাসপাতালের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, তামিমের ক্রিকেটে ফিরতে পারা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তিন-চার মাস পর, যখন তার শারীরিক অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করা হবে।
তামিমের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন, “তামিম এখন আশঙ্কামুক্ত, তবে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।”
তামিমের দ্রুত সুস্থতা এবং ভবিষ্যতে ক্রিকেটে ফিরার জন্য সবার কাছ থেকে শুভকামনা জানানো হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ