
ছবি: সংগৃহীত
ঈদের ছুটি শেষ। রোববার (৬ এপ্রিল) মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের খেলা, যেখানে মোহামেডানের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল আর মাঠে থাকবেন না। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। তাই তার স্থলাভিষিক্ত হয়েছেন তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয়।
নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর শনিবার (৫ এপ্রিল) প্রথমবার গণমাধ্যমের সামনে আসেন হৃদয়। এসময় তিনি বলেছেন, "প্রফেশনাল ক্রিকেটে চ্যালেঞ্জ সবসময় থাকে, কিন্তু আমি চেষ্টা করব এই দায়িত্ব উপভোগ করতে। দলের জন্য যতটুকু সম্ভব কন্ট্রিবিউট করার চেষ্টা থাকবে।"
এছাড়া তামিমের মাঠে না থাকার পাশাপাশি মোহামেডানের বেশ কয়েকজন খেলোয়াড় জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন। এ বিষয়ে হৃদয় বলেন, "এটা আমাদের নিয়ন্ত্রণে নেই, তবে আমরা যতটুকু পারি, ততটুকু দলের জন্য সেরা করতে চেষ্টা করব। মোহামেডান প্রথম থেকেই বড় বাজেটের দল ছিল এবং এখনো তা রয়েছে।"
তিনি আরও বলেন, "সিনিয়র ক্রিকেটাররা যদি জাতীয় দলের অনুশীলনে যোগ দেন, তবে সেটা নতুনদের জন্য একটি সুযোগ হয়ে উঠবে। তাদেরও খেলার সুযোগ প্রয়োজন, এবং আমরা চাই তারা যখনই সুযোগ পাবে, সেটা কাজে লাগাতে সক্ষম হোক।"
নতুন অধিনায়ক হৃদয়ের এমন ইতিবাচক মনোভাব তার নেতৃত্বে মোহামেডান দলের জন্য আশার নতুন আলো দেখাচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ