
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বর্বরতা এখন মানব ইতিহাসের অন্যতম বেদনাদায়ক অধ্যায় হয়ে উঠেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই গণহত্যায় ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। পবিত্র রমজান মাসের মাঝপথে যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল ফের শুরু করেছে আরও ভয়াবহ হামলা—বোমা আর আগুনে ছারখার হচ্ছে গাজার প্রতিটি কোণ।
এই অমানবিক ধ্বংসযজ্ঞ দেখে চুপ থাকতে পারেননি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের সামাজিক মাধ্যমে তিনি গাজায় নিহতদের ছবি দিয়ে একটি আবেগঘন দোয়া পোস্ট করেন। সেখানে তিনি লেখেন,
"হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে কারীম, হে রাহমানুর রাহীম, দয়া করে সাহায্য করুন।"
তিনি আরও লিখেছেন, "আপনি আমাদের রক্ষাকর্তা। দয়া করে ফিলিস্তিনের মানুষদের রক্ষা করুন, তাদেরকে বিজয় দিন, আমিন। এটা আর সহ্য করা যাচ্ছে না, হে রব। আপনি এক ও অদ্বিতীয়, দয়া করে আপনি তাদের রক্ষা করুন।"
রিয়াদের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ তার সঙ্গে একমত হয়ে দোয়া করেছেন, শেয়ার করেছেন এবং মন্তব্যে গাজাবাসীর পাশে থাকার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন।
শুধু রিয়াদ নন, সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই সোচ্চার হয়েছেন গাজার জনগণের পক্ষে। সামাজিক মাধ্যমে বিভিন্ন ধ্বংসচিত্র পোস্ট করে আওয়াজ তুলেছেন তারা।
নাহিদ রানা নামের এক ব্যবহারকারী লিখেছেন, “এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।”
এদিকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন,
"যখন আমরা এখানে ক্রীড়া দিবস উদযাপন করছি, তখন গাজায় মানুষ একের পর এক লাশে পরিণত হচ্ছে। বোমার আঘাতে আকাশে উড়ে যাচ্ছে শরীরের টুকরো। এটি এক কলঙ্কজনক সময়।"
তিনি আরও বলেন, “আমরা গাজার নিরীহ জনগণের প্রতি আমাদের সহমর্মিতা জানাতে চাই। সেই সঙ্গে এটাই আমাদের কামনা, পৃথিবী থেকে মানবতাবিরোধী কর্মকাণ্ড চিরতরে বন্ধ হোক।”
ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে প্রতিবাদ জোরদার হলেও, বাস্তবে ফিলিস্তিনিদের দুর্ভোগ যেন থামছেই না। প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল ও মসজিদ।
বাংলাদেশের মানুষের হৃদয়ও তাই আর্তনাদে ভরে গেছে। মাহমুদউল্লাহ রিয়াদের মতো অনেকেই এক কাতারে দাঁড়িয়ে আছেন গাজাবাসীর পাশে—কমেন্টে, পোস্টে কিংবা একান্ত প্রার্থনায় কেবল একটাই আকুতি—
“হে আল্লাহ, আপনি তাদের রক্ষা করুন।”
বাংলাবার্তা/এমএইচ