
ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের প্রথম টেস্টে তাসকিন আহমেদকে পাচ্ছে না বাংলাদেশ। চোট ও ফিটনেস নিয়ে সতর্কতা থেকেই তাকে রাখা হয়নি স্কোয়াডে। বিসিবি ঘোষিত ১৫ সদস্যের দলে চমক হয়ে জায়গা করে নিয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, ‘প্রতিটি সিরিজের আগে খেলোয়াড়দের ফিজিক্যাল অবস্থা মেডিকেল টিম থেকে জেনে আমরা সিদ্ধান্ত নিই। তাসকিনের ক্ষেত্রে ফিজিও ও চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, এখনই তাকে খেলানো নিরাপদ নয়।’
তাসকিনের অভাব পূরণে আস্থা রাখা হয়েছে তানজিম সাকিবের ওপর। সাদা বলে নিজেকে প্রমাণ করার পর এই তরুণ প্রথমবার জায়গা পেলেন লাল বলের ফরম্যাটে। লিপু বলেন, ‘তানজিম বল করে গতি তুলে আনতে পারে, উইকেট নেওয়ার মানসিকতাও আছে। এখন শুধু টেস্টে নিজেকে মানিয়ে নেওয়াই তার চ্যালেঞ্জ।’
অন্যদিকে, ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা এবাদত হোসেনকেও রাখা হয়নি স্কোয়াডে। তার ফিটনেস নিয়ে এখনো আছে সংশয়। নির্বাচকরা মনে করছেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এবাদতকে মাঠে না ফেরানোই যুক্তিসঙ্গত হবে। তবে তাকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা আছে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক।
প্রসঙ্গত, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ এপ্রিল শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৮ এপ্রিল চট্টগ্রামে।
বাংলাবার্তা/এমএইচ