
ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শক্তি ও সমন্বয় যাচাইয়ে পাকিস্তানের বিপক্ষে দুই দফায় মুখোমুখি হবে বাংলাদেশ। মে-জুনে পাঁচ ম্যাচের সফর অনুষ্ঠিত হবে পাকিস্তানে, আর জুলাইয়ে তিন ম্যাচের ছোট সিরিজ হবে ঢাকায়।
সিরিজের সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, বিসিবি সূত্র বলছে দুই বোর্ডের সম্মতিতে প্রাথমিক সূচি চূড়ান্ত হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদে, যেখানে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দুটি ম্যাচ আয়োজিত হবে।
২৫ মে ও ২৭ মে অনুষ্ঠিত হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে দুইটি ম্যাচ। এই মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০০৮ সালে, এরপর আর কোনো আন্তর্জাতিক খেলা হয়নি। তাই এবারের ম্যাচগুলো ঐতিহাসিক গুরুত্ব বহন করছে।
এরপর বাকি তিনটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, যথাক্রমে ৩০ মে, ১ জুন ও ৩ জুন। নিরাপত্তা ও দর্শকপ্রিয়তার কারণে পিসিবি লাহোরকেই বেছে নিয়েছে মূল পর্বের ভেন্যু হিসেবে।
পাকিস্তান সফর শেষে টাইগাররা স্বাগতিক হয়ে ২০, ২২ ও ২৪ জুলাই ঢাকায় সিরিজের দ্বিতীয় অধ্যায়ের মুখোমুখি হবে। যদিও এই সিরিজটি আইসিসির এফটিপির অংশ নয়, তবু দুই বোর্ডের বোঝাপড়ায় সেটি বাস্তবায়ন হচ্ছে।
বিসিবি ও পিসিবি প্রেসিডেন্টদের সাম্প্রতিক বৈঠকে এই বিষয়টি নিশ্চিত করা হয়। দুই বোর্ডই বিশ্বকাপের প্রস্তুতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের স্বার্থে সিরিজ দুটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সিরিজ কেবল প্রস্তুতির মঞ্চ নয়, বরং দীর্ঘদিন পর পাকিস্তানে ফিরতে যাওয়া বাংলাদেশ দলের জন্য মানসিকভাবেও একটি বড় চ্যালেঞ্জ হবে। একই সঙ্গে বিশ্বকাপে কেমন পারফর্ম করতে পারে টাইগাররা, তারও একটা ঝলক দেখা যাবে এই দুই সিরিজে।
বাংলাবার্তা/এমএইচ