
ছবি: সংগৃহীত
নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে শুরুতেই দুর্দান্ত রূপে আত্মপ্রকাশ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের লাহোরে সিটি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় রান সংগ্রহ করে বিশাল জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথমে চাপে পড়লেও, ধীরে ধীরে ম্যাচে নিজেদের প্রতিষ্ঠিত করে বাংলাদেশ। শুরুতেই ইশমা তানজিম মাত্র ৫ রান করে ফিরলেও দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা হক ও শারমিন আক্তারের ১০৪ রানের দৃঢ় পার্টনারশিপ বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেয়। ৮২ বলে ৫৩ রান করে ফারজানা আউট হলে, উইকেটে আসেন অধিনায়ক নিগার সুলতানা।
এরপরই ম্যাচের দৃশ্যপট বদলে যায়। নিগার সুলতানা ও শারমিন আক্তারের ব্যাটে চড়ে বাংলাদেশ গড়ে তোলে তৃতীয় উইকেটে ১৫২ রানের দুর্দান্ত জুটি। সেঞ্চুরি তুলে নেন নিগার—মাত্র ৭৯ বলে ১৫ চার ও এক ছক্কায়, যা বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে নিগার করেন ১০১ রান।
অপরপ্রান্তে অপরাজিত থাকেন শারমিন আক্তার, যিনি ১২৬ বলে ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। এই ম্যাচে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ, যা তাদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (আগের রেকর্ড ছিল ২৫২ রান, আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২৪ সালের নভেম্বরে)।
বাংলাবার্তা/এমএইচ