
ছবি: সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু ফুটবল নয়, নিজেকে গড়ে তুলেছেন একজন বিশ্বমানের ব্র্যান্ড হিসেবেও। খেলোয়াড়ী জীবনে যেমন তার দক্ষতা অনস্বীকার্য, তেমনি মাঠের বাইরেও তার ব্যবসায়িক বুদ্ধিমত্তা বারবার প্রশংসা কুড়িয়েছে। এবার সেই প্রজ্ঞা তিনি নিয়ে যাচ্ছেন বিনোদন জগতে।
‘ইউআর-মারভ’ নামে একটি নতুন প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন তিনি, যেখানে তার সহযোগী হিসেবে আছেন হলিউডের খ্যাতিমান নির্মাতা ম্যাথিউ ভন। স্টুডিওর মূল উদ্দেশ্য হলো উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে ক্লাসিক গল্প বলার নতুন ধারা তৈরি করা।
এই প্রতিষ্ঠান ইতিমধ্যেই দুটি অ্যাকশনধর্মী সিনেমা নির্মাণ করেছে, যার অর্থায়ন এসেছে রোনালদো ও ভনের যৌথ উদ্যোগ থেকে। এগুলো একটি বড় কাহিনির অংশ হিসেবে তৈরি হচ্ছে, যার প্রথম কিস্তি শিগগিরই উন্মোচন করা হবে।
চমক এখানেই শেষ নয়—এই সিনেমার গল্প ভাবনার মূল উৎস রোনালদো নিজেই। তিনি শুধু বিনিয়োগ করছেন না, বরং একটি নতুন কাহিনি নির্মাণেও নেতৃত্ব দিচ্ছেন।
নির্মাতা ম্যাথিউ ভন বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো একজন বাস্তব জীবনের সুপারহিরো। তার তৈরি করা গল্প আমাকে মুগ্ধ করেছে। আমি এই প্রকল্প নিয়ে অত্যন্ত উৎসাহী।’
রোনালদো নিজে বলেন, ‘আমি সবসময় নিজেকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দেখতে পছন্দ করি। এই নতুন প্রকল্প আমার জীবনের একটি রোমাঞ্চকর যাত্রা।’
ফুটবল ইতিহাসের অন্যতম সফল এই তারকা এবার সিনেমার দুনিয়ায়ও প্রভাব বিস্তার করতে প্রস্তুত। রোনালদো যেভাবে নিজেকে বারবার ভিন্নভাবে উপস্থাপন করছেন, তাতে মনে হচ্ছে তার জন্য কিছুই অসম্ভব নয়।
বাংলাবার্তা/এমএইচ