
ছবি: সংগৃহীত
ফুটবল জগতে আবারও বড় খবরের কেন্দ্রে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে তিনি নতুন এক চুক্তির দ্বারপ্রান্তে রয়েছেন বলে জানাচ্ছে একাধিক আন্তর্জাতিক সূত্র। যদিও বর্তমানে তার সঙ্গে মায়ামির চুক্তির মেয়াদ ২০২5 সালের শেষ পর্যন্ত, তবে অ্যাথলেটিকের বরাতে জানা গেছে, মেসি অন্তত আরও এক বছর যুক্ত থাকতে পারেন ক্লাবটির সঙ্গে।
মেসির সম্ভাব্য নতুন চুক্তি শুধু এমএলএস নয়, গোটা উত্তর আমেরিকান ফুটবলের জন্যই একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর ঠিক সেই সময়ই ইন্টার মায়ামি তাদের নতুন ১ বিলিয়ন ডলারের স্টেডিয়ামে খেলা শুরু করবে। মেসির উপস্থিতি সেই যাত্রাকে যেন স্বপ্নের মতো রূপ দেবে।
মেসি ২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন। ডেভিড বেকহামের মালিকানাধীন এই ক্লাবে তার আগমনের মধ্য দিয়ে এমএলএস-এ এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তার পেছন পেছন বার্সেলোনার আরও তিন কিংবদন্তি—জর্দি আলবা, সার্জিও বুসকেটস এবং লুইস সুয়ারেজও যোগ দিয়েছেন মায়ামিতে। এদের সমন্বয়ে গড়া দলটি কেবল মাঠে নয়, মাঠের বাইরেও তৈরি করেছে এক মহাতারকা-প্রভাব, যা এমএলএসের জনপ্রিয়তাকে আন্তর্জাতিক মাত্রায় পৌঁছে দিয়েছে।
এদিকে নতুন চুক্তিতে শুধু খেলার সময় বাড়বে না, বরং নতুন বেতন কাঠামো, ব্র্যান্ডিং ও ক্লাবের স্ট্র্যাটেজিক ভবিষ্যৎ পরিকল্পনায়ও মেসিকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইন্টার মায়ামির সঙ্গে মেসির সম্পর্ক এখন কেবল পেশাদার নয়, একধরনের আবেগী সংযোগে পরিণত হয়েছে। তিনি নিজে বহুবার বলেছেন, মার্কিন ফুটবলের বিস্তারে ভূমিকা রাখাটাও তার কাছে গর্বের বিষয়। এই আবেগ ও দায়িত্ববোধই হয়তো মেসিকে আরও অন্তত এক মৌসুম যুক্ত রাখছে গোলাপি জার্সির সঙ্গে।
মেসি যদি সত্যিই ২০২৬ পর্যন্ত খেলেন, তবে সেটি হবে কেবল তার ক্যারিয়ারেরই নয়, এমএলএসের ইতিহাসেও একটি ‘গোল্ডেন এরা’-র সূচনা।
বাংলাবার্তা/এমএইচ