
ছবি: সংগৃহীত
মাঠে নামা হয়নি, তবুও মাঠেই ফিরলেন তামিম ইকবাল। জীবনের এক ভয়ঙ্কর বাঁক পেরিয়ে মাঠে নয়, মোহামেডান ড্রেসিংরুমে দেখা মিললো টাইগারদের সাবেক অধিনায়কের। সিঙ্গাপুর থেকে ফিরেই যার গন্তব্য ছিলো ঘরের মাঠ—হোম অব ক্রিকেট, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম।
গত ২৪ মার্চ সকালে বিকেএসপিতে ম্যাচের দিন হৃদরোগে আক্রান্ত হন তামিম। সেটি ছিল মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচ শাইনপুকুরের বিপক্ষে। খেলার আগমুহূর্তে এক ম্যাসিভ হার্ট অ্যাটাক বদলে দেয় সব। দ্রুত চিকিৎসায় তাকে নিয়ে যাওয়া হয় সাভারের কেপিজে হাসপাতালে। সেখানেই এনজিওগ্রাম করে জানা যায় তার হার্টে ব্লক রয়েছে। পরদিনই রিং পরানো হয় এবং অবস্থার উন্নতির জন্য এভার কেয়ারে স্থানান্তর করা হয়।
এরপর হাসপাতাল থেকে বাসা—সেখানেই কাটে রমজান ও ঈদ। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমান সিঙ্গাপুর। সেখানে ফ্যারারপার্ক হাসপাতালে, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মরিস চু’র অধীনে চিকিৎসা গ্রহণ করেন। বেশ কয়েকদিন সিঙ্গাপুরে থাকার পর দেশে ফেরেন এই জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
এবার একটু সুস্থ হয়ে উঠলে, মাত্র একদিন না যেতেই আর অপেক্ষা করেননি। শনিবার (১২ এপ্রিল) দুপুর ৩টার একটু আগে তামিম হাজির হন শেরে বাংলায়। গাড়ি থেকে নেমে সোজা চলে যান মোহামেডান ড্রেসিংরুমে। তখন তার দল ফিল্ডিংয়ে। ড্রেসিংরুমে দলের কোচিং স্টাফ, রিজার্ভ ক্রিকেটারদের সাথে কথা বলেন, শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর যান গ্র্যান্ডস্ট্যান্ডে। সেখানে মোহামেডান কর্মকর্তাদের পাশাপাশি বিসিবি কর্মকর্তাদের সাথেও কিছুক্ষণ সময় কাটান। যদিও তার শারীরিক অবস্থা এখনো মাঠে ফেরার উপযোগী নয়, তবুও ড্রেসিংরুমে তার উপস্থিতি দল ও ভক্তদের জন্য ছিল এক বড় অনুপ্রেরণা।
তামিমের এমন ফিরে আসা শুধু একজন ক্রিকেটারের ফেরা নয়, এটি যেন এক সাহস, প্রত্যয়ের গল্প—যেখানে হার্ট অ্যাটাক হার মানতে পারেনি হৃদয়ের শক্তিকে।
বাংলাবার্তা/এমএইচ