
ছবি: সংগৃহীত
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই ক্রিকেটার মিনহাজুল আবেদীন সাব্বির এবং রহিম আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছায় আউট হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর উত্থিত বিতর্ক এবং ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার কারণে শাস্তির সম্ভাবনা একেবারে নিশ্চিত হয়ে গেছে। বিসিবির দুর্নীতি দমন বিভাগের (এসিইউ) কর্মকর্তারা জানিয়েছেন, আইসিসির দুর্নীতি দমন নীতিমালা অনুযায়ী, এমন ধরনের অপরাধের শাস্তি কমপক্ষে দুই বছরের নিষেধাজ্ঞা হতে পারে।
ঘটনাটি ঘটে মিরপুরের হোম অব ক্রিকেটে গত ৯ এপ্রিল, যেখানে গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যে দশম রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচের পর শাইনপুকুরের দুই ব্যাটার মিনহাজুল এবং রহিমের আউট হওয়ার ধরণ নিয়ে প্রশ্ন ওঠে। বিসিবি সন্দেহভাজন ম্যাচটি নিয়ে তদন্ত শুরু করেছে এবং দ্বিতীয় দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এসিইউ কর্মকর্তারা জানিয়েছেন, যদি স্বেচ্ছায় আউট হওয়ার প্রমাণ পাওয়া যায়, তাহলে তা তাদের ক্যারিয়ারকে চিরতরে বাধাগ্রস্ত করতে পারে। তবে এই দুই ক্রিকেটার নিজেদের দোষ স্বীকার না করলেও তদন্ত চলছে।
বাংলাবার্তা/এমএইচ