
ছবি: সংগৃহীত
২০২৪-২৫ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে চূড়ান্ত পর্বে। ইতোমধ্যেই শেষ হয়ে গেছে উত্তেজনায় ভরপুর কোয়ার্টার ফাইনালের সব লড়াই। সামনে এখন আর মাত্র পাঁচটি ম্যাচ—দুটি সেমিফাইনালের চারটি লেগ এবং এক মহারণ ফাইনাল। এর পরই জানা যাবে ইউরোপ সেরার মুকুট এবার কার মাথায় উঠছে।
সাম্প্রতিক বছরের তুলনায় এবারের আসরটি আলাদা গুরুত্ব পেয়েছে উয়েফার নতুন ফরম্যাটের কারণে। এবার থেকে নকআউট পর্বের সূচি ও সম্ভাব্য প্রতিপক্ষ অনেকটা আগেই নির্ধারণ হয়ে যায়, ফলে দলগুলো নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনা ঠিক করতে পেরেছে আগেভাগেই। তবে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ শেষে সেই সম্ভাবনা এখন বাস্তবে রূপ নিয়েছে।
গত দুই রাতের খেলায় শেষ চারে উঠেছে চারটি দল—বার্সেলোনা, ইন্টার মিলান, আর্সেনাল ও পিএসজি। সেমিফাইনালের জন্য নির্ধারিত হয়েছে দুটি আকর্ষণীয় ম্যাচআপ, যেগুলোর একটিতে থাকছে ইউরোপীয় ফুটবলের ঐতিহ্য আর অন্যটিতে আধুনিক যুগের শক্তিমত্তা ও ট্যাকটিকসের উত্তাপ।
বার্সেলোনা বনাম ইন্টার মিলান: ১৫ বছর পর আবার সেই স্মৃতি
বার্সেলোনা এবার মুখোমুখি হবে ইন্টার মিলানের। ২০১০ সালের সেই ঐতিহাসিক সেমিফাইনালের স্মৃতি এখনও টাটকা কাতালান সমর্থকদের মনে। সেবার প্রথম লেগে মরিনিওর ইন্টার ৩-১ গোলে জিতে নিয়েছিল শক্তির প্রমাণ, দ্বিতীয় লেগে ১-০ তে হেরে গেলেও টিকিট নিশ্চিত করেছিল ফাইনালে, যেখানে তারা চ্যাম্পিয়নও হয়েছিল।
চলতি মৌসুমে বার্সা তাদের কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে প্রথম লেগে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল। যদিও দ্বিতীয় লেগে ৩-১ গোলে হেরেছে, তবুও গোল ব্যবধানে এগিয়ে থেকেই তারা পা রেখেছে শেষ চারে।
অন্যদিকে ইন্টার মিলান প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়ে চমক দেখায়। দ্বিতীয় লেগে ২-২ গোলের ড্র যথেষ্ট ছিল জার্মান জায়ান্টদের বিদায় করে দেওয়ার জন্য।
এই সেমিফাইনালের প্রথম লেগ হবে ১ মে বার্সেলোনার মাঠে, রাত ১টায়। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ৭ মে, সান সিরোতে।
পিএসজি বনাম আর্সেনাল: নতুন যুগের দুই গতি স্রোতের লড়াই
এই যুগে ইউরোপীয় ফুটবলের নতুন দুই বলয় পিএসজি ও আর্সেনাল এবারই প্রথম নকআউটে মুখোমুখি হচ্ছে। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে তাদের দেখা হয়েছিল ২০১৬-১৭ মৌসুমে, তবে সেগুলো ছিল গ্রুপ পর্বের ম্যাচ। এবার stakes অনেক বেশি।
পিএসজি কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে দুই লেগের সমন্বয়ে ৫-৪ গোলে জয় পেয়ে জায়গা করে নেয় সেমিতে। প্রথম লেগে তারা ৩-১ জয় পেলেও দ্বিতীয় লেগে ৩-২ গোলে হেরেছিল। তবে সামগ্রিক ব্যবধানে এগিয়ে থাকায় ফরাসি জায়ান্টরা পরের ধাপে উঠে যায়।
আর্সেনাল ছিল অন্যতম চমক এই মৌসুমে। তারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলের জয়ের পর দ্বিতীয় লেগে ২-১ গোলে হারলেও সামগ্রিক জয় নিশ্চিত করে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যায়।
চলতি মৌসুমের লিগ পর্বেও পিএসজি ও আর্সেনাল মুখোমুখি হয়েছিল, সেখানে আর্সেনাল জিতেছিল ২-০ গোলে। এই হিসেব মেলাতে গিয়ে সেমিফাইনালে পিএসজি নিশ্চয়ই চাইবে ঘুরে দাঁড়াতে।
এই সেমিফাইনালের প্রথম লেগ হবে ৩০ এপ্রিল, আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে রাত ১টায়। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ৮ মে, প্যারিসে।
চূড়ান্ত সূচি এক নজরে:
প্রথম লেগ:
৩০ এপ্রিল, রাত ১টা — আর্সেনাল vs পিএসজি (এমিরেটস স্টেডিয়াম)
১ মে, রাত ১টা — বার্সেলোনা vs ইন্টার মিলান (ক্যাম্প ন্যু)
দ্বিতীয় লেগ:
৭ মে, রাত ১টা — ইন্টার মিলান vs বার্সেলোনা (সান সিরো)
৮ মে, রাত ১টা — পিএসজি vs আর্সেনাল (পার্ক দে প্রিন্সেস)
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই সেমিফাইনালগুলো শুধুই ফুটবল ম্যাচ নয়, বরং ইতিহাস, প্রতিশোধ, আধুনিক কৌশল আর তরুণ প্রতিভার প্রদর্শনী। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় থাকবেন—কোনো দল নতুন চ্যাম্পিয়ন হবে, নাকি পুরনো পরাক্রমশালী ক্লাব আবারও তাদের রাজত্ব কায়েম করবে?
একই সঙ্গে এই ম্যাচগুলো হবে ইউরোপিয়ান ফুটবলের ভবিষ্যৎ গতি নির্ধারণের লড়াই। ইউরোপের আকাশে এখন অপেক্ষা শুধু ৩০ এপ্রিল রাত ১টার বাঁশির। সেই মুহূর্ত থেকেই শুরু হবে চ্যাম্পিয়ন হওয়ার যুদ্ধের শেষ রাউন্ড।
বাংলাবার্তা/এমএইচ