
ছবি: সংগৃহীত
আজ রাতের কোপা দেল রে ফাইনালটি শুধুই আরেকটি এল ক্লাসিকো নয়—এটি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পুরোনো প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ ছাড়িয়ে একেবারে ব্রাজিলের জাতীয় দলের কোচ নিয়োগের নাটকীয় মোড়েও পরিণত হয়েছে। সেভিয়ার মাঠে অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলীয় সমর্থকরা, একটু ব্যতিক্রমীভাবেই, রিয়াল মাদ্রিদের হারের প্রার্থনা করছেন! কারণ এর সঙ্গে জড়িয়ে আছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ, আর সেইসঙ্গে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার সম্ভাবনাও।
বর্তমানে রিয়াল মাদ্রিদের ডাগআউটে থাকা ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে দীর্ঘদিন ধরেই ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অনেক আলোচনার পরও আনচেলত্তি রিয়াল ছাড়ছেন না, যতক্ষণ না ক্লাব তার সঙ্গে সম্পর্ক শেষ করছে। ঠিক এই জায়গাতেই আজকের কোপা ফাইনালের গুরুত্ব। যদি রিয়াল আজকের ম্যাচে হারে, তবে সেটা হতে পারে তাদের জন্য মৌসুমের সবচেয়ে বড় ধাক্কা, এবং সেই ধাক্কায় আনচেলত্তির বিদায়ও হয়ে যেতে পারে সান্তিয়াগো বার্নাব্যু থেকে। আর সেটাই খুলে দেবে ব্রাজিলের জাতীয় দলের কোচের আসনে আনচেলত্তিকে বসানোর দরজা।
রিয়ালের আক্রমণভাগে আছেন তিন ব্রাজিলীয় তারকা—ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো এবং আগামী মৌসুম থেকে রিয়ালে যোগ দিতে যাওয়া কিশোর বিস্ময় এনদ্রিক। তাদের সাফল্য মানেই রিয়ালের সাফল্য, এবং সেটিই যেন তাদের নিজের দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। বিপরীতে বার্সেলোনার মূল আক্রমণে আছেন একমাত্র ব্রাজিলীয় রাফিনিয়া। তার ফর্ম ও পারফরম্যান্স বরাবরই আলোচনায় থাকলেও রিয়ালের ব্রাজিলীয় ‘ত্রয়ী’ যতটা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মাঠে নামেন, রাফিনিয়ার ক্ষেত্রে তা সামান্য কমই ধরা পড়ে।
তবে এদিন ক্লাব-পারফরম্যান্সে কারা জ্বলে উঠবেন, তা নির্ধারণ করবে না শুধু কে ট্রফি জিতবে, বরং নির্ধারণ করতে পারে কে ব্রাজিল দলের কোচ হবেন আগামী কোপা আমেরিকা ও বিশ্বকাপে।
গত মৌসুমে যেখানে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত পারফরম্যান্সে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল মাত্র দুটি ম্যাচ হেরে, এবার সেখানে মৌসুম শেষ হওয়ার আগেই হেরে বসেছে ১২টি ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে আগেভাগেই, আর লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়েছে চার পয়েন্টে। তাই এখন তাদের সামনে একমাত্র শিরোপার সম্ভাবনা এই কোপা দেল রে—যা জিতে অন্তত কিছুটা সম্মান রক্ষা করতে চায় রিয়াল।
এই অবস্থান থেকেই ম্যাচটি রিয়ালের জন্য হয়ে দাঁড়িয়েছে ‘ডু অর ডাই’। আর এখানেই রয়েছে আনচেলত্তির জন্য সবচেয়ে বড় পরীক্ষা। জয় এনে দিতে না পারলে চাকরি হারানোর সম্ভাবনা প্রায় নিশ্চিত, যা কিছুদিন আগেও ছিল অনুমাননির্ভর, এখন তা পরিণত হয়েছে প্রান্তিক বাস্তবতায়।
অন্যদিকে বার্সেলোনার সামনে রয়েছে শ্রেষ্ঠত্ব সুসংহত করার সুবর্ণ সুযোগ। মৌসুমের প্রথম ক্লাসিকোতে তারা রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল। এরপর বছরের শুরুতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও রিয়ালকে ৫-২ ব্যবধানে হারিয়েছে তারা। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এবার কোপার ফাইনাল জিতে চারটি শিরোপা জয়ের পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ পেরোবে বার্সা। তাদের দখলে আছে সুপার কাপ, প্রায় নিশ্চিত হয়ে যাওয়া লা লিগা এবং এখন চোখ কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে।
রিয়ালের বিপক্ষে বরাবরের মতো ফাইনাল ম্যাচেও বার্সাকে ফেভারিট মানছেন বিশ্লেষকরা। তবে রিয়ালকে হালকাভাবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক, ‘রিয়াল মাদ্রিদ এমন একটি দল, যাদেরকে কোনোভাবেই অবহেলা করা যায় না। ওদের কোচ বিশ্বের অন্যতম সেরা, যিনি ইতিমধ্যে সবকিছু জিতেছেন।’
রিয়াল মাদ্রিদ যেখানে কোপা দেল রে জিতেছে ২০ বার, বার্সেলোনা সেখানে রেকর্ড ৩১ বার শিরোপা ঘরে তুলেছে। তাই ঐতিহাসিকভাবে ম্যাচটি বার্সার জন্য পরিচিত জলেই তরী বাইবার মতো হলেও, ফাইনালের অজানা উত্তেজনা আর রিয়ালের অস্তিত্ব রক্ষার লড়াই ম্যাচটিকে করে তুলেছে নজরকাড়া।
এখন দেখার বিষয়, ব্রাজিলের আকাঙ্ক্ষা কি পূরণ হয়? কোচ আনচেলত্তিকে কি সত্যিই বিদায় জানাতে হয় রিয়ালকে? আর কে জেতে আজকের এল ক্লাসিকোর এই অতিরিক্ত আবেগময় পর্ব—ফুটবল বিশ্ব অপেক্ষায়।
বাংলাবার্তা/এমএইচ