মীর আব্দুল আলীম
লেখালেখি করেন। জাতীয় দৈনিক ও আন্তর্জাতীক পত্রপত্রিকায় তার লেখা কলাম নিয়মিত ছাপা হয়। পেয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক পদকও। তবুও সাংবাদিকতা আর লেখালেখি কোনটাই তার পেশা নয়। পেশায় তিনি একজন ব্যাবসায়ী। বাড়ি নারায়নগঞ্জের রূপগঞ্জে। রাজধানী ঢাকায় বসবাস করেন। তার পরিবোরে মা-বাবা, স্ত্রী আর দু’ সন্তান রয়েছে । সময় সুযোগ পেলে ছবি আঁকেন, পাহাড়ে ছুটে যায়। সমুদ্রও টানে মাঝে মাঝে।